শত শত বৎসর পূর্বে এই অঞ্চলটি গভীর জঙ্গলে পরিপূর্ন ছিল। এই জঙ্গলে তখন বিভিণ্ন প্রজাতির জীবজন্তর বসবাস ছিল। আস্তে আস্তে জঙ্গল কেটে মানুষ বসবাস শুরু করতে থাকে। গ্রামে বসবাস শুরুর সাথে সাথে চাষাবাদ করতে থাকে। আস্তে আস্তে গ্রাম এলাকার রূপ নেয় । এই গ্রামের নাম হয় রামপুর। এই গ্রামের নামেই অত্র ইউনিয়নের নামকরণ করা হয়।